
প্রতীকি ছবি
কুষ্টিয়ার মিরপুরে নজরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নজরুল মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সোলাইমান ইসলামের ছেলে।
নিহতের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্য ছিলো নজরুলের। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে সে শ্বশুরবাড়ি যায়। আজ সকালে তার মরদেহ পাওয়া গেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা বলেন, স্থানীয়রা সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না।
উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।