Logo
×

Follow Us

জেলার খবর

শরিয়ত বয়াতির জামিন নামঞ্জুর

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১৯:১৩

শরিয়ত বয়াতির জামিন নামঞ্জুর

ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার শরিয়ত সরকার (৩৫) ওরফে শরিয়ত বয়াতির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মালেক আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ২টার দিকে শরিয়ত বয়াতিকে আদালতে হাজির করা হয়। পরে আসামিপক্ষের আইনজীবী আনিছুর রহমান হুমায়ুন জামিন আবেদনের পক্ষে যুক্তি উত্থাপন করেন।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এস আকবর খান জামিনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৪ জানুয়ারি তিন দিনের রিমান্ড শেষে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকরামুল ইসলাম শরিয়ত বয়াতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫