
আটক নজরুল ইসলাম (১৯) ও আব্দুল মাজেদ (২০)। ছবি: সাম্প্রতিক দেশকাল
চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিক আমজুরহাট এলাকা থেকে একজনকে এবং রবিবার রাতে খরনা রাস্তার মাথা থেকে আরেকজনকে আটক করা হয়।
আটকরা হলেন টেকনাফের উলুচামরি এলাকার সৈয়দ আলমের ছেলে নজরুল ইসলাম (১৯) এবং টেকনাফের উলুচামরি ৬ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে আব্দুল মাজেদ (২০)।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম সার্কেলের সহকারী উপপরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি অভিযানে তাদের আটক করা হয়েছে। তারা ইয়াবাগুলো বিভিন্ন কৌশলে টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।