Logo
×

Follow Us

জেলার খবর

চট্টগ্রামে ইয়াবাসহ আটক ২

Icon

প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০০

চট্টগ্রামে ইয়াবাসহ আটক ২

আটক নজরুল ইসলাম (১৯) ও আব্দুল মাজেদ (২০)। ছবি: সাম্প্রতিক দেশকাল

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিক আমজুরহাট এলাকা থেকে একজনকে এবং রবিবার রাতে খরনা রাস্তার মাথা থেকে আরেকজনকে আটক করা হয়।

আটকরা হলেন টেকনাফের উলুচামরি এলাকার সৈয়দ আলমের ছেলে নজরুল ইসলাম (১৯) এবং টেকনাফের উলুচামরি ৬ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে আব্দুল মাজেদ (২০)। 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম সার্কেলের সহকারী উপপরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি অভিযানে তাদের আটক করা হয়েছে। তারা ইয়াবাগুলো বিভিন্ন কৌশলে টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫