Logo
×

Follow Us

জেলার খবর

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চালু শাহ আমানত বিমানবন্দর

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ১৭:৩৭

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চালু শাহ আমানত বিমানবন্দর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: ফাইল

প্রায় দেড় ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন।

এর আগে, রবিবার (৭ আগস্ট) দুপুরে রানওয়েতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অবতরণের পর চাকায় ত্রুটি দেখা দিয়ে বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়।  

বিমানবন্দর সূত্রে জানা যায়, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে সফলভাবে অবতরণ করে। কিন্তু অবতরণের পরপরই চাকায় ত্রুটি দেখা দেয়।

এ কারণে বিকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ ছিল। এ সময় ঢাকাগামী ইউএস বাংলার একটি ফ্লাইট যথাসময়ে ছেড়ে যেতে পারেনি বলে জানা যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫