Logo
×

Follow Us

জেলার খবর

বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে কারাগারে সাবেক ধর্ম উপসচিব

Icon

গাইবান্ধা প্রতিবন্ধী

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ১২:২২

বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে কারাগারে সাবেক ধর্ম উপসচিব

জয়নাল আবেদীন ওরফে লাল মিয়া সরদার (৬৬)। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৩ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে সাবেক উপসচিব জয়নাল আবেদীন ওরফে লাল মিয়া সরদারকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (৮ আগস্ট) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তারের দিন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত জয়নাল সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে। তিনি ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপসচিব ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামে আসামি জয়নালের একটি মৎস্য খামার আছে। খামারের পাশেই ভুক্তভোগীর পরিবার বসবাস করে। প্রতিবেশি হওয়ার সুবাদে ভুক্তভোগীর বাড়িতে প্রায় যেতেন জয়নাল। 

আসামি সবার চোখ ফাঁকি দিয়ে ভুক্তভোগীকে প্রায়ই ধর্ষণ করতেন জয়নাল। কয়েকদিন ধরে ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকজন ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে তার আল্ট্রাসনোগ্রাফি করালে ভুক্তভোগীর অন্তঃসত্ত্বার বিষয়টি সামনে আসে। তিনি ২১ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ৮ আগস্ট দুপুরে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সাব ইন্সপেক্টর (এসআই) আরিফুল ইসলাম বলেন, ধর্ষণের সুস্পষ্ট তথ্য প্রমাণ থাকায় আসামি জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫