হার্ডিঞ্জ ব্রিজের চলমান ভাঙন পরিদর্শনে পাউবো (ভিডিও)

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১৭:৩৬
পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজের চলমান ভাঙন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের তত্ববধায়ক প্রকৌশলী কোহিনুর আলম।
গতকাল বুধবার (১০ আগস্ট) দুপুরে হার্ডিঞ্জ ব্রিজের চলমান ভাঙন পরিদর্শন শেষে তিনি বলেন, ভূমিকম্প, মাটির ক্ষয়সহ যেকোনো আঘাত প্রতিরোধ করে ১শ’ বছর ধরে ঠিকে আছে এই হার্ডিঞ্জ ব্রিজ। খরস্রোতা যতো নদী আছে তার একটি বাংলাদেশের পদ্মা নদী। এই নদীতে প্রবাহিত পানির পরিমাণ বেশি থাকায় নদীর বালু চরের পাড় ভাঙছে, তবে এ বালুচর ভাঙলে ব্রিজের কোনো ধরনের ক্ষতি হবার সম্ভাবনা নেই।
তিনি বলেন, নদীর গভীরতা ও প্রশস্ততা এবং তলদেশে মাটির ধরন, এসব কিছু পরিক্ষা-নিরীক্ষা করেই এ নদীর ওপর নির্মাণ করা হয়েছে হার্ডিঞ্জ ব্রিজ।
এসময় আরও উপস্থিত ছিলেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিন রেজাসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা।