Logo
×

Follow Us

জেলার খবর

নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ডাকাত

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ১৩:৩৭

নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ডাকাত

অস্ত্রসহ গ্রেপ্তার পাঁচ ডাকাত। ছবি: চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে পদ্মা নদীতে স্পীডবোট যোগে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ ৫ নৌ ডাকাতকে আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি স্পীডবোট, ২টি দেশীয় পাইপগান, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও ৮টি রামদা জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) ও আজ শুক্রবার (১২ আগস্ট) একাধিক পৃথক অভিযানে পদ্ম নদীর মুন্সিগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক পাঁচজন হল- মোঃ আক্তার হোসেন (৩০), মোঃ ইকবাল মুন্সি প্রকাশ সুমন (২৮), মোঃ আবুল বাশার (২২), মোঃ শাকিল দেওয়ান (২১), মোঃ ইয়ামিন (১৯)। 

আজ শুক্রবার (১২ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁদপুরের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পদ্মার চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া বাজার সংলগ্ন স্থানে পাটক্ষেতে আত্মগোপন করে।

পরে সেখান থেকে পুলিশ দুইজনকে আটক করে এবং তাদের দেয়া তথ্যমতে রাতব্যাপী অভিযান চালিয়ে অপর তিন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। এছাড়া পলাতক আরো ৮ ডাকাত সদস্যকে আটক করতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫