Logo
×

Follow Us

জেলার খবর

আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ দুই পুলিশ, দেড় ঘন্টা পর উদ্ধার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ১৪:৫০

আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ দুই পুলিশ, দেড় ঘন্টা পর উদ্ধার

আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান। ছবি: গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে দুই পুলিশ সদস্যকে প্রায় দেড় ঘন্টা দোকান ঘরে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। গতকাল বৃহস্প‌তিবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কেওয়া পূর্ব খন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শ্রীপুরের কেওয়া পূর্ব খন্ড এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি কালামকে (৪৮) গ্রেপ্তার করতে যায় পুলিশ। এসময় এলাকাবাসী সাব-ইন্সপেক্টর মো. মামুন ও রাজ্জাককে একটি দোকান ঘরে অবরুদ্ধ করে রাখে।

এক পর্যায়ে পুলিশের সাথে এলাকাবাসীর হাতাহাতির ঘটনাও ঘটে। পরে থানা থেকে ‌অতিরিক্ত পুলিশ গিয়ে দোকানের শাটার ভেঙে তাদের উদ্ধার করে। এসময় ওয়ারেন্টভুক্ত আসামি কালামকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫