৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩২

চুয়াডাঙ্গার ম্যাপ।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত ওই শিশু স্থানীয় পারকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামে শিমের ক্ষেত থেকে ওই শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।
দামুড়হুদা সার্কেলের এএসপি আবু রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের ওই শিশু শনিবার দুপুর ১টার পর থেকেই নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও তার সন্ধান পেতে ব্যর্থ হয়।
নিহত শিশুর বাবা জানান, নিখোঁজের পর থেকে সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজেও তার সন্ধান না পেয়ে রাতে পুলিশকে অবহিত করি।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, বিষয়টি অবহিত হওয়ার পর রাত ৯টার পর থেকে পুলিশ শিশুটির সন্ধানে মাঠে নামে।
তিনি জানান, একপর্যায়ে রাত ১০টার দিকে স্থানীয়রা নিখোঁজ শিশুর মরদেহ বিবস্ত্র অবস্থায় বাড়ির অদূরের একটি শিম ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ১১টার মরদেহটি উদ্ধার করে।
দামুড়হুদা সার্কেলের এএসপি আবু রাসেল জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার পরই পুলিশ ঘাতকদের আটকের অভিযান শুরু করে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।