
অবৈধভাবে মজুদ রাখা সয়াবিন তেল। ছবি: জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে মজুদ রাখা প্রায় তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ত ব্যবসায়ী আব্দুর রশিদকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজার এলাকায় গোপন সংবাদ অভিযান চালিয়ে পুলিশ এসব তেল জব্দ করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, অধিক মুনাফা লাভের আশায় বাউসি বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদ বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ করে রাখে। বাউসি বাজার সংলগ্ন চিলড্রেন হ্যাভেন কোচিং সেন্টারে গোপন সংবাদে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মজুদ রাখা ১৪টি ড্রামে প্রায় তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ ও ব্যবসায়ীকে আটক করা হয়।