Logo
×

Follow Us

জেলার খবর

সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১২:৩৫

সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ

অজ্ঞাত মরদেহ উদ্ধার। ছবি: প্রতীকী।

নোয়াখালীর সোনাইমুড়ীতে অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মকিলা গ্রামের সোনাইমুড়ী-ছাতারপাইয়া সড়কের ছড়াইল্লা নামক এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। রাতে সড়কের পাশে কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫