সরিষাবাড়ীতে শিশু চুরির অপরাধে নারীসহ আটক ২

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১৬:৪৮

শিশু পাচারচক্রের সক্রিয় দুই সদস্য। ছবি: জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃজেলা শিশু পাচারচক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় পৌরসভার ভুরারবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পৌরসভার ভুরারবাড়ী গ্রামের মৃত আব্দুল জব্বার গেন্দার ছেলে সোনা মন্ডল ওরফে চেনা (৪৫) ও হাফিজুর রহমানের স্ত্রী ফজিলা বেগম (৪০)।
আজ শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুরারবাড়ী গ্রামের শরিফ আহমেদের স্ত্রী রাজিয়া বেগম তার ১৩ মাসের শিশু সন্তান রহমতুল্লাহকে নিয়ে বাড়ির উঠানে হাঁটা-চলা করছিল। এসময় পাশের বাড়ির শিশু চুরির চক্রের সদস্য সোনা মন্ডল শিশুটিকে বাবার কাছে নিয়ে যাবার কথা বলে কোলে নেয়। পরে তিনি শিশুকে তার বাবা কাছে না নিয়ে পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার কররা পাটাদহ গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ফজিলা বেগমের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে দেয় সোনা মন্ডল।
এদিকে শিশুটিকে কোথায় না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার সন্ধান পেলে গ্রামবাসী তাদের দুইজনকে আটক করে থানায় খবর দেয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, শিশু সন্তান চুরির অপরাধে নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। শিশুটির বাবা শরিফ আহমেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।