-6300d64fe974a.jpg)
আগুনে ক্ষতিগ্রস্ত জুতার কারখানা। ছবি: বরিশাল প্রতিনিধি
বরিশাল বিসিক শিল্প নগরীতে দেশের অন্যতম শতভাগ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ এর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে ফরচুন সুজ লিমিটেডের পঞ্চম তলা ও কারখানার দ্বিতীয় তলার একটি গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিটের দীর্ঘ আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, ধোয়ার কুণ্ডলী দেখে ফরচুন সুজ কোম্পানির লোকেরা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে আমাদের অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্মীদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পরে বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
তিনি বলেন, আগুণের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত কী হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুনের বিষয়টি তদন্তের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
অপরদিকে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান মুকুল বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যায়। মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ফরচুন সুজের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, যে গোডাউনটিতে অগ্নিকাণ্ড হয়েছে সেটি একটি ছোট গোডাউন। কারখানা আইনের শর্ত অনুযায়ী সেখানে বিদ্যুতের কোন সংযোগ ছিল না। তাছাড়া বিসিক শিল্প নগরীতে আজ (শনিবার) সরকারি ছুটি থাকায় কারখানার সবগুলো ইউনিট বন্ধ ছিল। শুধু একটি ইউনিটে শ্রমিকরা কাজ করছিল। অগ্নিকাণ্ডের সময় সব শ্রমিক বিরতিতে কারখানার বাইরে ছিল। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখা হচ্ছে।