Logo
×

Follow Us

জেলার খবর

ভারতে ভেসে যাওয়া জেলেদের মুক্তির দাবি মৎস্যজীবীদের

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ২০:৩১

ভারতে ভেসে যাওয়া জেলেদের মুক্তির দাবি মৎস্যজীবীদের

মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে মানববন্ধন করেন মৎস্যজীবীরা। ছবি: বরগুনা প্রতিনিধি

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিল বিকল হয়ে গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ট্রলারসহ ৪৪ জন জেলে ভারতে ভেসে যায়। এসব জেলেরা এখন ভারতে প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। এর আগে বিভিন্ন সময় ঝড়ের কবলে পড়ে ভারতে প্রবেশ করলে এসব জেলেরা এখন ভারতের কারাগারে বন্দি আছেন। 

এসব জেলেদের মুক্তির দাবিতে আজ সোমবার (২২ আগস্ট) পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের (বিএফডিসি) সামনে মানববন্ধন করেন মৎস্যজীবীরা।

মানববন্ধন কয়েক হাজার জেলে, জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, মৎস্য অবতরণ কেন্দ্র ঘাট শ্রমিক ইউনিয়ন, মৎস্য অবতরণ কেন্দ্র আড়তদার মালিক সমিতি, মৎস্য অবতরণ কেন্দ্র পাইকার সমিতি ও জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন অংশ নেন। মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, মৎস্য অবতরণ কেন্দ্র আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার, সাধারণ সম্পাদক মো. এনামুল হোসাইন, মৎস্য অবতরণ কেন্দ্র ঘাট শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ফারুক আকন, জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মন্নান আকন, সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমাদের দেশের জেলেরা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে গিয়ে ও ইঞ্জিন বিকল হয়ে ঢেউয়ের তোড়ে অনেক সময় বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় ডুকে পড়েন। ভারত এসব জেলেদের প্রতি অমানসিক নির্যাতন করে, মামলা দিয়ে বছরের পর বছর ধরে জেল হাজতে রাখা হয়। অথচ ভারতের জেলেরা প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও নিজেরা ইচ্ছে করেও বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশ করে, কিন্তু তাদের সসম্মানে দেশে পাঠিয়ে দেয়া হয়। আমাদের জেলেদের বেলায় যত আইন। 

তারা আরো বলেন, সম্প্রতি ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে, ইঞ্জিন বিকল হয়ে অনেক জেলে ভাসতে ভাসতে ভারতে চলে যায়। এসব জেলেরা এখন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। এসব জেলেদের দ্রুত ভারত থেকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মৎস্যজীবীরা। ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বর্তমানে ভারতে অবস্থান করেছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫