Logo
×

Follow Us

জেলার খবর

আবাসিক ভবনে যৌন উত্তেজক ওষুধের কারখানা (ভিডিও)

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১৮:০৫

আবাসিক ভবনে যৌন উত্তেজক ওষুধের কারখানা (ভিডিও)

আবাসিক ভবনে যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানার সন্ধান। ছবি: পাবনা প্রতিনিধি।

পাবনায় একটি আবাসিক ভবনে যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে পৌর শহরের সাত্তার বিশ্বাস সুপার মার্কেটের ৫ম তলায় অবস্থিত রিবাদ ইউনানি ড্রাগ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় ভবনের একটি কক্ষ থেকে যৌন উত্তেজক ওষুধ তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ মালিক মোঃ শরীফুল ইসলামকে আটক করে পুলিশ।  

নির্বাহী ম্যাজিট্রেট আবুল হাসনাতের নেতৃত্বে অভিযানে অংশ নেন জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক সুকর্ণ আহম্মেদ, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোঃ আবুল কালামসহ পুলিশ সদস্যরা।

আবাসিক ভবনে যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানার সন্ধান। ছবি: পাবনা প্রতিনিধি। 

নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনের মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে ইউনানি ড্রাগ লিমিটেডের মালিক শরীফুল ইসলামকে ১ লাখ টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া যৌন উত্তেজক ওষুধ তৈরির সকল কাঁচামাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।

জানা যায়, অভিযুক্ত শরীফুল ইসলাম (৪৬) পৌর শহরের দিলালপুর মহল্লার মৃত আক্কাস আলী বিশ্বাসের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই আবাসিক ভবনের একটি কক্ষে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরি করে আসছিল।

পুলিশ জানায়, এই ভবনে আগেও অভিযান চালিয়ে জেলা জরিমানা করা হয়েছে। তারপরও বন্ধ হয়নি শরীফুল ইসলামের অবৈধ ওষুধ তৈরির কার্যক্রম।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫