Logo
×

Follow Us

জেলার খবর

আদালতের হাজতখানায় অসুস্থ হয়ে আসামির মৃত্যু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ২০:২১

আদালতের হাজতখানায় অসুস্থ হয়ে আসামির মৃত্যু

আদালতের হাজতখানায় বাবার মৃত্যুর পর সন্তানদের আহাজারি। ছবি: সংগৃহীত।

আদালতের হাজতখানায় অসুস্থ হয়ে তাহের মাহমুদ (৬৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা জজ আদালতে এ ঘটনা ঘটে। সে সাঘাটা উপজেলার পবনতাইর গ্রামের মৃত তমিছ প্রধানের ছেলে।

গাইবান্ধা আদালতের পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, আদালতের কাজ চলাকালে আসামি তাহেরকে কোর্ট হাজতখানায় উপস্থিত রাখা হয়। সেখানে অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, ২০১৪ সালের জমিজমা সংক্রান্ত মামলায় জামিনে মুক্ত ছিলেন তাহের মাহমুদ। পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গতকাল সোমবার (২২ আগস্ট) রাতে তাহের মাহমুদ, তার দুই ছেলে ফারুক ও সাদ্দাম এবং ফারুকের স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় সাঘাটা থানা পুলিশ।

গাইবান্ধা জেলা সদর হাসপাতালের তত্তাবধায়ক মাহাবুব হোসেন বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে তাহের মাহমুদকে হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে রোগীর পালস্ ও ব্লাডপ্রেসার পাওয়া যায়নি। ইসিজি ও বিভিন্ন পরীক্ষা করেও একই অবস্থা দেয়া যায়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫