Logo
×

Follow Us

জেলার খবর

ফটিকছড়িতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫

Icon

প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩১

ফটিকছড়িতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ফটিকছড়ি পৌরসদরের কলেজ গেইট এলাকায় সোমবার রাত ৮ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামের সিরাজ বাড়ির ইদ্রিসের ছেলে নাঈম (২১), একই বাড়ির আলী আজমের ছেলে রাহাত (২০) ও নাছির উদ্দীনের ছেলে রনি (২১)। আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।  

আহত নাজিরহাট পৌর ছাত্রলীগের সদস্য রনি বলেন, ‘আমি কিছুদিন আগে ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি মন্তব্য করেছিলাম। সেটি নিয়ে আমাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। আমি আজ ফটিকছড়ি কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে গেলে ওই স্ট্যাটাসের জের ধরে সাজ্জাদের নেতৃত্বে ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের অনেকে আমাকে মারধর করে। তার প্রতিবাদে আমরা নাজিরহাট পৌর ছাত্রলীগের কর্মীরা সন্ধ্যায় ফটিকছড়ির সদরের বিবিরহাট বাজারে একটি মিছিল বের করি। মিছিলটি ফটিকছড়ি কলেজ গেইট এলাকায় গেলে তারা আমাদের উপর রড, হকিস্টিক দিয়ে হামলা করে। এতে নাজিরহাট পৌর ছাত্রলীগের অন্তত পাঁচ কর্মী আহত হয়।’

এ ব্যাপারে ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের সভাপতি জিকু চৌধুরী বলেন, 'নাজিরহাট পৌর ছাত্রলীগের কর্মীরা ফটিকছড়ি সদরে এসে আমাদের বিরুদ্ধে মিছিল দিচ্ছিল। আমরা হামলা করিনি। তাদের মিছিলকে নিবৃত করেছি।'

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, ‘বিষয়টি শুনেছি। পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫