Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

ব‌রিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১২:১৯

বরিশালে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যারি অন বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

ক্যারি অন বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) শিক্ষার্থীরা।

আজ শ‌নিবার (৩ সেপ্টেম্বর) সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ২টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

শিক্ষার্থী আবু মাসুম জানান, ২০২১-২২ সেশনে বিএমডিসি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে। ফলে মেডিকেল শিক্ষার্থীদের রেজাল্ট  বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে।


এছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না। যেটা ক্যারি অন কার্যক্রমে ছিলো না। এসময় সিজিপিএ বাতিল কর ক্যারি অন পুনরায় চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ‌্যক্ষ ডা. জিএম নাজিমুল হক বলেন, ক্যারি অন নয় সিজিপিএ-ই শিক্ষার্থীদের জন্য ভালো। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি আমরা দেখছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫