Logo
×

Follow Us

জেলার খবর

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৪

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা

বিএমডিএর কর্মচারীদের হামলায় আহত সাংবাদিক। ছবি: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিএমডিএর দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) পোনে ৩ টার দিকে সাংবাদিকদের দাবির মুখে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন- বিএমডিএ প্রধান কার্যালয়ের ভাণ্ডার রক্ষক মো. জীবন ও ড্রাইভার আব্দুস সবুর।

বিএমডিএ সচিব শরিফ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। 

এছাড়া এই ঘটনায় জড়িত অন্যান্যদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিএমডিএর পরিচালক বেগম আখতার জাহান।

এদিকে দাবি অনুযায়ী দুইজনকে বহিষ্কার করায় চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন সাংবাদিকরা।

সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১০টা থেকে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আজ দুপুর ৩টার মধ্যে বিএমডিএ থেকে বহিষ্কার না করা পর্যন্ত কার্যালয় থেকে কোনো কর্মকর্তা-কর্মচারীরে বের না হতে দেয়ার ঘোষণা দেয়া হয়েছিলো।

উল্লেখ্য, রাজশাহীতে সরকারি নির্দেশনা মোতাবেক সকাল আটটায় অফিস শুরু হবার কথা থাকলেও বেশকিছু দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসছেন না' এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব এবং ক্যামেরা পার্সন রুবেল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা চালায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর কর্মচারীরা।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল পোনে ৯ টার দিকে বিএমডিএর নির্বাহী পরিচালকের নির্দেশে সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা অতর্কিত হামলা চালায়।

আহত দুই সাংবাদিককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ক্যামেরা পার্সন রুবেল ইসলামের কানের পর্দা ফেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে তিনি হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডের ৩০৮ নং রুমে ভর্তি আছেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫