মানবসেবায় অবদানে গ্রীণ ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ২০:২৭

ছবি : সাম্প্রতিক দেশকাল
সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলো ফেনী জেলার ফরহাদ নগরের সামাজসেবী সংগঠন গ্রীণ ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
শনিবার (৩ সেপ্টেম্বর) কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি কর্তৃক আয়োজিত কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৬৪ জেলা স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় গ্রীণ ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে এ সম্মাননা স্মারক দেয়া হয়।
অনুষ্ঠানে গ্রীণ ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শাহাদাত হোসেন শাহিন, সহ-সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ফাহাদ ও ক্রিড়া সম্পাদক সরওয়ার জাহান উপস্থিত থেকে এ সন্মাননা স্মারক গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৫ সালে একঝাঁক তরুণ একত্রিত হয়ে সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের উন্নয়নে এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেন। ‘হাতে হাত ধরি, সুন্দর দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বর্তমানে কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে সংগঠনটি।