Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালে বিদেশী অস্ত্র, জাল টাকা ও ইয়াবাসহ আটক ১

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৯

বরিশালে বিদেশী অস্ত্র, জাল টাকা ও ইয়াবাসহ আটক ১

বিদেশী অস্ত্র, জাল টাকা ও ইয়াবাসহ আটক মোঃ মেহেদী হাসান (২৬)। ছবি: বরিশাল প্রতিনিধি।

বরিশালের বাকেরগঞ্জে বিদেশী অস্ত্র, জাল টাকা ও ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৮ । আটক যুবকের নাম মোঃ মেহেদী হাসান (২৬)। সে বাকেরগঞ্জ উপজেলার ৪ নং ওয়ার্ড পিয়ারপুর এলাকার মোঃ কুদ্দুস মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পিয়ারপুর বাজার এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৮ । এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত বিদেশী অস্ত্র, জাল টাকা ও ইয়াবা। ছবি: বরিশাল প্রতিনিধি

পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার বাসা থেকে একটি বিদেশী পিস্তল, ৮১ হাজার জাল টাকা ও ৭৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি সুমন বিশ্বাস বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অস্ত্র, জাল টাকা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছেন।

র‌্যাবের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে মারামারি ও চুরির অভিযোগে বাকেরগঞ্জ থানায় আরো দুটি মামলা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫