খিচুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৩

শিশু ধর্ষণ। ছবি: প্রতীকী।
শরীয়তপুরের জাজিরায় খিচুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির বাবা পদ্মা দক্ষিণ থানায় সালাম মোড়ল নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
শিশুটির পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদর আলী খাঁর কান্দি গ্রামে শিশুটি বাড়ির কাছে ৫৫ বছর বয়সী সালাম মোড়লের দোকানে যায়। এসময় সালাম শিশুটিকে খিচুরি খাওয়ানোর লোভ দেখিয়ে দোকানের ভেতরে ফ্রিজের আড়ালে নিয়ে ধর্ষণ করে।
পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে জানালে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্ত সালাম কৌশলে পালিয়ে গেছে।
শিশুটির মা বলেন, সালাম মোড়ল খিচুরি খাওয়ানোর লোভ দেখিয়ে আমার ছোট্ট শিশুকে ধর্ষণ করেছে। নরপিচাশ সালাম মোড়লের ফাঁসি চাই।
প্রতিবেশী শুকুরজান বেগম বলেন, সালাম মোড়ল এর আগেও অনেক জায়গায় এমন ঘটনা ঘটিয়েছে। এছাড়াও তার আত্মীয় স্বজনরা চাঁদনীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় কারাগারে আছে। আমরা এই ধর্ষকের বিচার চাই।
এ ব্যাপারে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শিশুটির বাবা আজ (বৃহস্পতিবার) দুপুরে সালাম মোড়লের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।