Logo
×

Follow Us

জেলার খবর

জুমার নামাজ পড়া হলো না শিশু রাফসানের

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯

জুমার নামাজ পড়া হলো না শিশু রাফসানের

পানিতে ডুবে মৃত্যু। ছবি: প্রতীকী।

পিরোজপুরের ইন্দুরকানীতে মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সাঁকো থেকে খালের পানিতে পড়ে রাফসান মোল্লা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাড়েরহাট ইউনিয়ানের বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। রাফসান মোল্লা ওই এলাকার মিঠু মোল্লার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন জানান, মসজিদে জুমার নামাজে অংশ নিতে সাঁকো পার হচ্ছিলো শিশু রাফসান। এসময় পা পিছলে  পানিতে পড়ে যায় সে। পরে স্বজনেরা খোঁজাখুজি শুরুর একপর্যায়ে খাল থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক জানান, সাঁকো দিয়ে খাল পার হওয়া সময় পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫