Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহ পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিজল জয়ী

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৭

ঝিনাইদহ পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিজল জয়ী

ঝিনাইদহ পৌরসভার নতুন মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অলিউল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৭৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫৩৯ ভোট।

এর আগে সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আর অভিযোগ ছাড়া ভোটগ্রহণ শেষ হয়।

সর্বশেষ ২০১১ সালের ১৩ মার্চ ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের এপ্রিল মাসে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতা মামলায় পৌরসভার নির্বাচন স্থগিত ছিলো।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫