Logo
×

Follow Us

জেলার খবর

বাবুল আক্তারের কক্ষ তল্লাশি: তদন্ত চেয়ে আদালতে আবেদন

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫২

বাবুল আক্তারের কক্ষ তল্লাশি: তদন্ত চেয়ে আদালতে আবেদন

বাবুল আক্তার। ফাইল ছবি

চট্টগ্রামের আলোচিত মিতু হত্যা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার এই ঘটনায় মিতুর বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের ফেনী জেলা কারাগারের কক্ষে তল্লাশি চালিয়েছেন ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন। তল্লাশি করার ঘটনায় তদন্ত চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।  

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ।

তিনি জানান, বাবুল আক্তার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় জনকে আসামি করা হয়।

এরপর হঠাৎ বাবুল আক্তারের ফেনী জেলা কারাগারের কক্ষে তল্লাশি চালিয়েছেন ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন। কারা কর্তৃপক্ষ ছাড়া এভাবে কেউ আসামির কক্ষে যাওয়া উচিত কিনা তাই এই তল্লাশি করার ঘটনায় তদন্ত চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫