Logo
×

Follow Us

জেলার খবর

বাড়ছে পদ্মার পানি, বইছে বিপদসীমার ওপর দিয়ে

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৭

বাড়ছে পদ্মার পানি, বইছে বিপদসীমার ওপর দিয়ে

প্রতীকী ছবি

গত কদিন ধরে হু হু করে বাড়ছে পদ্মার পানি। টানা বৃষ্টি ও জোয়ারের কারণে শরীয়তপুরে পদ্মার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হচ্ছে। তবে জেলায় এখনো পর্যন্ত কোনো গ্রাম পানিতে প্লাবিত হয়নি। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার শিল্পী বলেন, আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল ছিল বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে। যা গতকালের চেয়ে আজ ৩ সেন্টিমিটার কম।

এদিকে গত তিনদিন ধরে জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে বৃষ্টি বন্ধ রয়েছে। তবে আকাশ মেঘলা দেখা যাচ্ছে। যেকোনো সময় বৃষ্টি হতে পারে। এতে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫