Logo
×

Follow Us

জেলার খবর

বজ্রপাতের শব্দে মেঘনায় ডুবে তিন জেলে নিখোঁজ, আহত ২

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৩

বজ্রপাতের শব্দে মেঘনায় ডুবে তিন জেলে নিখোঁজ, আহত ২

প্রতীকী ছবি

বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতের শব্দে তিন জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুই জেলে। 

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

আহত দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। এরা হলেন- মেমানিয়া ইউনিয়নের বাসিন্দা আবুল সরদারের ছেলে মো. রবিউল সরদার (১৮) ও চরকিল্লা এলাকার মফিজ সরদারের ছেলে ওসমান সরদার (২৫)।

এছাড়া নিখোঁজ তিন জেলে হলেন- চর মেমানিয়া গ্রামের সিকিম আলী সরদারের ছেলে মোক্তার (২৫), খলিল রাঢ়ীর পুত্র আমির রাঢ়ী (৩৫) ও একই গ্রামের বারেক সরদারের ছেলে ফরহাদ (১৮)।

প্রত্যক্ষদর্শী দুই আহত জেলে জানান, সকাল সাড়ে ৮টার দিকে নৌকা নিয়ে তারা মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। এসময় আকাশ মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। একটু পরেই বজ্রপাতের বিকট শব্দে নৌকায় থাকা পাঁচজন জেলে মধ্যে তিনজন নদীতে পড়ে যান এবং দুইজন নৌকাতেই জ্ঞান হারিয়ে ফেলেন।

নিখোঁজ জেলে মোক্তার সরদারের ভাই আলতাফ জানিয়েছেন, বজ্রপাতের সময় নদীর তীরে থাকা অন্য জেলেরা দুইজনকে নৌকায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ট্রলার যোগে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

হিজলা উপজেলা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, ঘটনার পর পরই মুঠোফোনে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫