Logo
×

Follow Us

জেলার খবর

যুবলীগ নেতার দখলে শ্রেণিকক্ষ, খোলা আকাশের নিচে পাঠদান

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩০

যুবলীগ নেতার দখলে শ্রেণিকক্ষ, খোলা আকাশের নিচে পাঠদান

মাঠে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

তিনটি শ্রেণিকক্ষ। একটিতে শিক্ষকরা বসেন, একটি দখল করে ঠিকাদারি মালামাল রেখেছেন স্থানীয় যুবলীগ নেতা। বাকি একটি শ্রেণিকক্ষে একসাথে চলছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান। তিনজন শিক্ষক একসাথে নিচ্ছেন ৩টি ক্লাস। 

গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুর্ণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গেলে ক্যামেরায় ধরা পড়ে এমন চিত্র। 

এসময় ওই বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিদ্যালয়ের পুরাতন ভবনে ৩ শ্রেণিকক্ষে আমরা ভাগ করে করে পাঠদান করে আসছি। কিন্তু ২০১৮-১৯ অর্থ বছরে ৬৯ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ ৪ বছরে নির্মাণ কাজ শেষ না করে উল্টো পুরাতন ভবনের একটি শ্রেণিকক্ষ দখল করে মালামাল রেখেছেন ঠিকাদার হাতিবান্ধা উপজেলার যুবলীগের সভাপতি আব্দুল হামিদ সরকার হামিদুল। ফলে একটি শ্রেণিকক্ষেই এক সাথে চলছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান। তিনজন শিক্ষক একটি কক্ষে একসাথে তিনটি ক্লাস নিচ্ছেন। আর শিশু শ্রেণির ক্লাস হচ্ছে কখনো বারান্দায়, কখনো মাঠে খোলা আকাশের নিচে।

প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মোল্লা জানান, বিষয়টি একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) ও প্রাথমিক শিক্ষা বিভাগকে অবগত করা হলেও কোনো সফলতা আসেনি। অভিযোগ উঠেছে, ওই নতুন ভবনের নির্মাণ কাজ শেষ না হলেও ক্ষমতা দেখিয়ে অধিকাংশ টাকা উত্তোলন করেছেন ঠিকাদার ও হাতীবান্ধা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হামিদ সরকার হামিদুল। 

এছাড়াও এ বিষয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় লোকজন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) সাথে যোগাযোগ করলেও কোনো সফলতা পায়নি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা যুবলীগের সভাপতি ও নতুন ভবন নির্মাণের ঠিকাদার আব্দুল হামিদ সরকার হামিদুলের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিঠুন বর্মণ বলেন, শ্রেণিকক্ষে ঠিকাদার মালামাল রেখেছেন তা আমি জানি না। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি। 

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজির হোসেন জানান, ঠিকাদারকে অনেক চাপা দেয়া হচ্ছে তারপরও তিনি কাজ শেষ করছে না। দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনের কাজ শেষে করে তা  খুলে দেয়ার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫