Logo
×

Follow Us

জেলার খবর

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মতিয়ার রহমান

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ২১:০৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মতিয়ার রহমান

অ্যাডভোকেট মতিয়ার রহমান।

জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল। নির্ধারিত সময় পর্যন্ত চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তবে জেলা পরিষদ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে। আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

মনোনয়ন জমা দেয়ার সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, সিরাজুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫