Logo
×

Follow Us

জেলার খবর

বেনাপোলে আমদানি নিষিদ্ধ ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ২১:২২

বেনাপোলে আমদানি নিষিদ্ধ ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি : সাম্প্রতিক দেশকাল

খুলনা-কোলকাতা রুটে চলাচলকারি বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। 

আজ বৃহস্পতিবার ১৫ (সেপ্টেম্বর) বিকেলে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য ট্রেনে করে পাচার হচ্ছিল। 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের  সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, কলকাতা হতে আগত ‌‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাচার হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম  বেনাপোল রেলস্টেশন টার্মিনাল এলাকায় বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এ সময় ভারতীয় সুরভিজর্দা, ক্লপ জি ফেসক্রিম, ফেসওয়াশ, নিভিয়া সফট ক্রিম, আমদানি নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, শাড়ি, সিল্কসুতা জব্দ করা হয়। 

আটককৃত পণ্যসমূহ বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে বলে তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫