Logo
×

Follow Us

জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের স্মারকলিপি

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ২১:৩২

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের স্মারকলিপি

জেলা প্রশাসক মো. শাহগীর আলমের নিকট স্মারকলিপি প্রদান করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহাবুব আলম এবং সদর উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মিজানুর রহমান। ছবি : সাম্প্রতিক দেশকাল

দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী সমীপে স্মারকপিলি প্রদান করেছেন।

বাকি চার দফা দাবির মধ্যে রয়েছে- জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শুন্যপদ পদোন্নতি/দায়িত্ব/ও নিয়োগের মাধ্যমে পূরণ। 

এর আগে পাঁচ দফা দাবিতে চারদিনের কর্মবিরতি কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারিরা।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের নিকট স্মারকলিপি প্রদান করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহাবুব আলম এবং সদর উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মিজানুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, বিজয়নগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, আখাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, নাসিরনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, কসবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বেলাল হোসাইন, আশুগঞ্জ উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মাহবুদ। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫