Logo
×

Follow Us

জেলার খবর

মেহে‌ন্দিগঞ্জে মন্দিরে ঢুকে দুর্গা প্রতিমা ভাংচুর

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:০০

মেহে‌ন্দিগঞ্জে মন্দিরে ঢুকে দুর্গা প্রতিমা ভাংচুর

শ্রী শ্রী কা‌শিপুর দুর্গা মন্দিরের ভাঙা প্রতিমা। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশালের মেহে‌ন্দিগ‌ঞ্জে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চানপুর ইউনিয়নের শ্রী শ্রী কা‌শিপুর দুর্গা মন্দিরে এই ঘটনা ঘটে।

তবে রবিবার বেলা ১১টার দিকে মন্দিরে ঢুকে বিষয়‌টি টের পায় সংশ্লিষ্টরা। এতে সব কয়‌টি প্রতিমাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্দির কমিটির সভাপতি দিলীপ ঢালী বলেন, মন্দিরটির চারপাশ টিন দিয়ে বেড়া দেয়া, কোনো তালা নেই। শনিবার রাত ১০-১১ টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে দুর্গাসহ সব প্রতিমা ভাংচুর করে। রবিবার বেলা ১১টার দিকে মন্দিরের লোকজন ভিতরে ঢুকে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পায়।

মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল বলেন, কাশিপুর মন্দিরের প্রতিমা ভাংচুরের সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। মন্দিরের বেশিরভাগ প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

মেহে‌ন্দিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ শ‌ফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়‌টির তদন্ত চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫