Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধ’; দুইজনের মরদেহ উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:১০

টেকনাফে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধ’; দুইজনের মরদেহ উদ্ধার

টেকনাফ থানা। ছবি: কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে নাফ নদীর কায়উকখালী ঘাটে ভাসমান আরেকটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার  ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে মাদক কারবারিরা র‌্যাবের একটি আভিযানিক দলের ওপর গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে এক মাদদ কারবারি আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, দমদমিয়ার অপর পয়েন্টে আরো একজনের মরদেহ ভেসে এসেছে। পরে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫