Logo
×

Follow Us

জেলার খবর

তিন সন্তানের জননীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৩

তিন সন্তানের জননীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

আটক স্বামী গোলাম মোস্তফা। ছবি: সাতক্ষীরা প্রতিনিধি।

সাতক্ষীরার আশাশুনিতে তিন সন্তানের জননী নুরুন্নাহারকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে স্বামী গোলাম মোস্তফা। পরে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করে পুলিশ। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, তার ভাই মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ। প্রত্যেক মাসে একবার তাকে ইনজেকশান দেওয়া লাগে, না দিলে পাগলামি বেড়ে যায়। সম্প্রতি তার পাগলামি বেড়ে গিয়েছিল।

তিনি আরো জানান, গতকাল রাতে তারা স্বামী-স্ত্রী এক সাথে ঘুমিয়ে পড়েছিল। ভোর রাতে নুরুন্নাহারের গোঙানির শব্দ শুনে ঘরের পাশে গিয়ে দরজা বন্ধ দেখতে পাই। পরে ধাক্কাধাক্কির একপর্যায়ে গোলাম মোস্তফা দরজা খুলে পালিয়ে যায়।

ভেতরে প্রবেশ করে নুরুন্নাহারকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নেওয়ার জন্য রিক্সাভ্যানের ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পিটিয়ে ও শ্বাসরোধ করে নুরুন্নাহারকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক স্বামী গোলাম মোস্তফাকে পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার পদ্মা পুকুর ইউনিয়নের পাতাখালী গ্রাম থেকে আটক করা হয়েছে।

নিহত নুরুন্নাহারের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫