Logo
×

Follow Us

জেলার খবর

চুরি হওয়া ১২ মোবাইল ফিরিয়ে দিলো পুলিশ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:১২

চুরি হওয়া ১২ মোবাইল ফিরিয়ে দিলো পুলিশ

চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দিচ্ছে পুলিশ। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশালে বিভিন্ন সময় চুরি বা হারিয়ে যাওয়া ১২টি স্মার্ট মোবাইল উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। 

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে মোবাইলগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন নবনিযুক্ত পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

এর আগে বরিশাল জেলা পুলিশের আইসিটি ও গোয়েন্দা শাখার বিশেষ টিম তথ্যপ্রযুক্তর সহায়তায় মোবাইল সেটগুলো উদ্ধার করে।

পুলিশ সুপার জানান, ফিরিয়ে দেয়া মোবাইল সেটগুলোর মালিক জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। বিভিন্ন সময় এগুলো চুরি বা হারিয়ে যায়। এসব ঘটনায় তারা থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের আইসিটি এবং গোয়েন্দা বিভাগের প্রচেষ্টা ১২টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত সবকটি মোবাইল ফোন প্রকৃতি মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার আরো বলেন, যেই প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে, সেই প্রযুক্তির মাধ্যমে চুরি, ছিনতাই, ডাকাতি এবং খুনসহ বিভিন্ন অপরাধ শনাক্ত ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব। জেলা পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদরদপ্তর) সুদীপ্ত সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫