Logo
×

Follow Us

জেলার খবর

গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০০:০৯

গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩

ফাইল ছবি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাবুল, মনিক ও কিবরিয়া।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বেলুন সরবরাহ এবং বেলুনে গ্যাস ঢোকানোর সাথে জড়িত।

এর আগে গোট শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় সদর থানার উপপরিদর্শক এসআই মোসাব্বির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ ঘটনায় মামলা করেন। মামলায় বাবুল, মনিক ও কিবরিয়াকে আসামি করা হয়েছে।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫