পদ্মাসেতুর নাওডোবা পয়েন্টে স্থায়ী বাসস্ট্যান্ডের দাবি

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৯

মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ছবি: সাম্প্রতিক দেশকাল
পদ্মাসেতুর জাজিরার নাওডোবা পয়েন্টের দুই পাশে স্থায়ী বাসস্ট্যান্ড ও পাবলিক টয়লেট এবং হকারদের কর্মসংস্থানসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সেতুর টোলপ্লাজা সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন করেন তারা। এসময় কয়েকশ নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, আমাদের বুকের ওপর পদ্মাসেতু হয়েছে। এই পদ্মাসেতুর কারণে আমরা অনেকেই বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছি। এই বেকারত্ব দূর করার জন্য অবিলম্বে আমাদের কর্মসংস্থান করার দাবি জানাচ্ছি। পাশাপাশি নাওডোবা পয়েন্টের দুই পাশে স্থায়ী বাসস্ট্যান্ড ও পাবলিক টয়লেট এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নাওডোবা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি সেলিম ঢালী, সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ধর্ম সম্পাদক মেহেদী হাসান, নাওডোবা হকার সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক অর্জুন দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক দীন ইসলাম, ইউনিয়ন পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহিন সিকদার প্রমুখ।