Logo
×

Follow Us

জেলার খবর

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৩

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দৌলতপুর গ্রামের মুসলিম সাহেবের বাড়ির মৃত আবু আরিফের ছেলে মো. আমির ফয়সাল রাব্বি (২৭) ও সাত্রাপাড়া গ্রামের  মো. লোকমান হোসেনের ছেলে মো. ইফতেখার নাবিল লিমন (২৪)।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের মূল গেইটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় চাটখিল থানায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫