নীলফামারীতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:০১

রুহুল আমিন মুন্না।
নীলফামারীর ডোমারে ওড়না পেঁচিয়ে রুহুল আমিন মুন্না (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ডোমার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পূর্ব চিকনমাটি সবুজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত যুবক একই এলাকার আব্দুল মালেকের ছেলে।
এলাকাবাসী জানান, পরিবারে লোকজনের অগোচরে কোন এক সময় ঘরে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা হয়েছে।