Logo
×

Follow Us

জেলার খবর

কীটনাশক পান করিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, শ্বশুর-শাশুড়ি আটক

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৭

কীটনাশক পান করিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, শ্বশুর-শাশুড়ি আটক

উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের চক পাড়ায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের তাড়াশে জোর করে কীটনাশক পান করিয়ে নাসিমা খাতুন (২৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তারই স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে।

উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের চক পাড়ায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শ্বশুর ছরোয়ার হোসেন ও শাশুড়ি ফিরোজা খাতুনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। স্বামী সুমন পলাতক রয়েছে।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ নাসিমার মরদেহ স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে। নিহত নাসিমা খাতুন তাড়াশ উপজেলার বেত্রাশিন গ্রামের গহের আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাসিমা খাতুনের সঙ্গে সুমনের বিয়ের পর থেকেই নাসিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় নাসিমাকে তার স্বামী জোরপূর্বক কীটনাশক পান করিয়ে হত্যা করেছে। আজ শনিবার সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নিহতের শ্বশুর ও শাশুড়িকে আটক করে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫