
হত্যার অভিযোগে সোহেল ওরফে নুরুন নবী (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জে হ্যাঁচারির ইট চুরি করে বিক্রির জের ধরে ভগ্নিপতিকে গলা কেটে হত্যার অভিযোগে সোহেল ওরফে নুরুন নবী (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার কৈতরা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সোহেল ওরফে নুরুন নবী মৃত আলতু মিয়ার ছেলে। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজনগর গ্রামে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ সরকার বলেন, ঘাতক সোহেল ওরফে নুরুন নবীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া কৈতরা এলাকায় মামুন হ্যাচারিতে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। গত ১৬ সেপ্টেম্বর ওই হ্যাচারিতে বেড়াতে আসেন সোহেল। রাতে তিনি রুবেলকে হ্যাচারি থেকে ইট চুরি করতে দেখে ফেলেন এবং চুরি করতে নিষেধ করেন। তবে সোহেলের কথা শোনেননি রুবেল। পরবর্তীতে ইট বিক্রির টাকা হ্যাচারি মালিককে দিতে বলেন সোহেল। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে সোহেল দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রুবেলকে আহত করেন। পরে গলাকেটে মৃত্যু নিশ্চিত করেন। খবর পেয়ে পুলিশ হ্যাচারির ভেতর থেকে রাতেই মরদেহ উদ্ধার করে।মানিকগঞ্জ, গলাকেটে হত্যা, আটক