মহেশখালীতে একসঙ্গে চার সন্তানের জন্ম

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৪

চার নবজাতকসহ মা সুস্থ আছেন
কক্সবাজারের ডিজিটাল আইল্যান্ড মহেশখালীতে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ার সৌদি প্রবাসী ওমর ফারুকের স্ত্রী কোহিনুর আক্তার চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে সিজারের মাধ্যমে এ চার সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিন ছেলে এবং একজন মেয়ে।
এদিকে, চার সন্তান জন্ম হওয়ায় আনন্দ উৎসবের আমেজ তৈরি হয়েছে সিকদার পাড়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ চার নবজাতক শিশুর নাম রাখা হয়নি। চার নবজাতকসহ মা সুস্থ আছেন।