উখিয়ায় ৬ হাজার ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ২০:১৫

ইয়াবাসহ আটক রোহিঙ্গা।
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ইয়াবা পাচারের সময় ৭ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মামলার পর তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোহাম্মদ সোফায়েদ, মো. জুনায়েদ, মাহমুদ হোসেন, নুর কালাম, রমজান আলী, মো. জকির ও মো. রাজেক। আটক সবাই উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ এর বাসিন্দা।
উখিয়ার ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস) মো. ফারুক আহমেদ বলেন, শুক্রবার রাতে বালুখালী ক্যাম্প ৮-এর বি/৩৫ ব্লকের পানির ট্যাংকসংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে ইয়াবা পাচার হবে এমন গোপনে সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের একটি দল অবস্থান নিয়ে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে কিছু রোহিঙ্গা দলবদ্ধভাবে পানির ট্যাংকসংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের থামানো হয়। পরে ৭ রোহিঙ্গার দেহ তল্লাশি করে শার্টের পকেট ও লুঙ্গিতে বিশেষভাবে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, জব্দকৃত মাদকসহ ৭ রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার পর শনিবার দুপুরে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।