Logo
×

Follow Us

জেলার খবর

সুবর্ণচরে বিশ্ব নদী দিবস পালিত

Icon

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩১

সুবর্ণচরে বিশ্ব নদী দিবস পালিত

বিশ্ব নদী দিবসে উপজেলা পরিষদ থেকে এক শোভাযাত্রা বের করা হয়।

‌‌‘‘নদী একটি জীবন্ত সত্তা, এর আইনি অধিকার নিশ্চিত করুন”-প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুবর্ণচরে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমার সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা। 

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ, সুবর্ণচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু।

প্রধান অতিথি চৈতী সর্ববিদ্যা বলেন, সুবর্ণচরে নদ-নদীর পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। নদনদী অবৈধভাবে দখল করে যারা নদীর সত্তাকে হুমকির মুখে পেলেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫