এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:০৯

জামালপুরের মানচিত্র
জামালপুরের মেলান্দহে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে খোরশেদ আলম (২০) নামে এক বখাটেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পয়লা বানিয়াবাড়ি ফাযিল মাদরাসায় দাখিল পরীক্ষা শুরুর পূর্বে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা।
দণ্ডপ্রাপ্ত মো. খুরশেদ আলম উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাছপয়লা গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, পয়লা বানিয়াবাড়ি ফাযিল মাদ্রাসায় চলমান দাখিল পরীক্ষা শুরুর পূর্বে খোরশেদ মিয়া এক পরীক্ষার্থীকে উত্যক্ত করলে দায়িত্বরত পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে একমাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রশাসন সচেষ্ট রয়েছে এবং বিশৃঙ্খলা ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।