ইছামতি নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৫

সমাপনী খেলাতে বাগচী চ্যালেঞ্জার মায়ের দোয়া এক্সপ্রেসকে পরাজিত করে প্রথম হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তৃতীয়বারের মতো পাবনার ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
সাঁথিয়া পৌরসভার উদ্যোগে ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতার গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) ছিলো সমাপনী দিন। স্থানীয় নয়টি বাইচের নৌকা নিয়ে এবারের আয়োজন শুরু হলেও সমাপনী বাইচে ৪টি নৌকা অংশ গ্রহণ করে।
বর্ষার শেষ সময়ে গ্রামীণ জনপদে অনুষ্ঠিত হয়ে থাকে নৌকা বাইচ প্রতিযোগিতা। বিশেষ করে নদী ও বিল অঞ্চলভিত্তিক গ্রামের মানুষ বর্ষার এই সময়ে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য অপেক্ষা করে থাকে।
সাঁথিয়া পৌরসভার মাঝদিয়ে প্রবাহিত হয়েছে ইছামতি নদী। এই নদীর প্রায় তিন কিলোমিটার এলাকা দূরত্ব থেকে বাইচ করে দুটি করে নৌকা। নদীর দুই পাড় খুব একটা প্রশস্ত না হলেও পানি থাকে সব সময়। তাই বিল এবং নদী প্রবাহিত এই অঞ্চলে নৌকা বাহন হিসেবে বেশ জনপ্রিয়। এই বছরে বর্ষার পানি তেমন বৃদ্ধি না হওয়ার কারনে জেলার বাহিরের নৌকা অংশগ্রহণ করতে পারেনি। তাই স্থানীয় ৯টি নৌকা নিয়েই এবারে আয়োজন করা হয়েছে।
এবারে বাইচে বাগচী চ্যালেঞ্জার, প্রামানিক ফাইটার, মায়ের দোয়া, উড়ন্ত বলাকা, সততা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বাংলার রকেট, পবাখালি এক্সপ্রেস নামে অংশগ্রহণ করে। চলতি মাসের ১৮ সেপ্টম্বর থেকে শুরু হওয়া এই নৌকা বাইচ সমাপ্ত হয় ২৮ সেপ্টম্বর (বুধবার)।
সমাপনী খেলাতে বাগচী চ্যালেঞ্জার মায়ের দোয়া এক্সপ্রেসকে পরাজিত করে প্রথম হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ও পৌর মেয়র মাহাবুবুল আলম বাচ্চুসহ স্থানীয় আয়োজকরা।