দুর্গাপূজা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট; যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ১২:৩৭

গ্রেপ্তার মো. ইয়াসিন রুবেলের (৩০)। ছবি: নোয়াখালী প্রতিনিধি।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ইয়াসিন রুবেলের (৩০) বাড়ি বেগমগঞ্জের করিমপুরে, সে স্থানীয় কালু মিয়ার বাড়ির সালেহ উদ্দিনের ছেলে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, অভিযুক্ত রুবেল নিজের ফেসবুক আইডি থেকে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কটাক্ষ করে পোস্ট দেয়।
পরে এটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে, বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় মো. ইয়াসিন রুবেলকে গ্রেপ্তার করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এসপি মো. শহীদুল ইসলাম।