Logo
×

Follow Us

জেলার খবর

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল মোটরবাইক চালকের প্রাণ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৩

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল মোটরবাইক চালকের প্রাণ

পিকআপের ধাক্কায় ঠাকুরগাঁওয়ে মতিউর রহমান (৩০) নামে এক মোটরবাইক চালকের মৃত্যু হয়েছে। এছাড়া রায়হান (২৮) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার রানীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মতিউর বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামের ওলিউর রহমানের ছেলে। আহত রায়হানের বাড়িও একই গ্রামে।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, রানীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কে একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা ওই মোটরবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মতিউর মারা যান ও তার পেছনে থাকার রায়হান গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত রায়হানকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রায়হান বর্তমানে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫