Logo
×

Follow Us

জেলার খবর

পূজা মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ১২:৫৯

পূজা মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

ছুরিকাঘাত। ছবি: প্রতীকী।

পূজা মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে আহত হয়েছে দশম শ্রেণির এক স্কুলছাত্রী। গতকাল রবিবার (২ অক্টোবর) রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত ওই স্কুলছাত্রীর নাম চিত্রা ঘোষ (১৬)। সে পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামের দেবাশিষ ঘোষের মেয়ে ও বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানান, রাতে কুমিরা থেকে দুর্গাপূজা দেখে কাকাতো বোনদের সাথে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন ওই স্কুলছাত্রী। পথিমধ্যে রবালিগাদা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে তাদের চিৎকারে স্থানীয়রা এসে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায়। এই দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

সাতক্ষীরা পাটকেলঘাটা থানা পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, ঘটনাটি শোনা মাত্র ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দুর্বৃত্তদের মধ্যে কাউকে চিনতে পারেনি বলে সে জানায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫