Logo
×

Follow Us

জেলার খবর

আখাউড়ায় অটোরিকশার চাপায় পথচারী নিহত

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ২০:১৩

আখাউড়ায় অটোরিকশার চাপায় পথচারী নিহত

প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আবুনী বেগম (৫৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছে।

আজ সোমবার (৩ অক্টোবর) বিকেলে  আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের পৌরশহরের নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুনি বেগম নারায়ণপুর এলাকার আজিজ মিয়ার স্ত্রী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ এলাকায় বলে জানা গেছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মো. মনির খান জানান, ওই নারী বাড়ি থেকে বের হয়ে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পিছন দিক থেকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫